1. Home
  2. প্রযুক্তি
  3. স্যামসাং মোবাইল ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার
স্যামসাং মোবাইল ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার

স্যামসাং মোবাইল ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার

0
  • 2 weeks ago,

স্যামসাং এর বাজেট ফোন সিরিজ বিশেষ করে Galaxy A ও Galaxy M—এ প্রি-ইনস্টল করা অ্যাপক্লাউড (AppCloud) অ্যাপটিকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

প্রযুক্তি অনুসন্ধানকারীদের দাবি, এই অ্যাপটি ইসরায়েলি একটি প্রতিষ্ঠানের তৈরি এবং এটি ব্যবহারকারীর ফোন থেকে সম্পূর্ণভাবে সরানো যায় না।

তদন্তে দেখা গেছে, অ্যাপক্লাউড (AppCloud) অপারেটিং সিস্টেমের ভেতরে এম্বেড করা, ফলে ব্যবহারকারী যতবারই এটি আনইনস্টল বা নিষ্ক্রিয় করতে চান, সফটওয়্যার আপডেটের পর এটি আবার ফিরে আসে। আরও বড় উদ্বেগের বিষয়—অ্যাপটি ফোনে অতিরিক্ত সফটওয়্যার গোপনে ইনস্টল করতে পারে, যা নিরাপত্তা ও প্রাইভেসি ঝুঁকি বাড়াচ্ছে।

এ ধরনের আনরিমুভেবল বা সিস্টেম-লেভেল অ্যাপ সম্ভাব্যভাবে নজরদারি বা ডেটা সংগ্রহের কাজে ব্যবহৃত হতে পারে। স্যামসাং-এর বিরুদ্ধে ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন, এবং স্বচ্ছতা ও ব্যাখ্যার দাবি করছেন।

স্যামসাং এই অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক