যারা শিবির করেছে তাদের কেউই বেকার নেই। সবাই কোন না কোন পেশার সাথে জড়িত বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলার সিংগাইরের বায়রা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ”নির্বাচনী মতবিনিময় সভায়” প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা আমাদের যুবসমাজকে মাদকাসক্ত মুক্ত, দক্ষ, কর্মক্ষম ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলবো। এটা আমরা এমনি বলছি না, আমাদের এটা করে সফল হবার অভিজ্ঞতা আছে। আপনারা শিবিরের ছেলেদের দিকে তাকান, ওরা কেউ কোন নেশার সাথে জড়িত না, কেউ বেকার নেই, সবাই ছোট হোক বড় হোক কোন না কোন কাজের সাথে জড়িত আছে। আর জামায়াতে ইসলামী সরকার গঠন করলে, সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে মাদকাসক্ত মুক্ত একটি সমাজ গঠন করা একেবারেই সহজ হবে।
জাহিদুর রহমান আরও বলেন, আপনারা ভোট দিয়ে সংসদে প্রতিনিধি পাঠিয়েছেন যিনি আপনাদের উন্নয়নের জন্য কাজ করবেন। কিন্তু বাস্তবে আপনাদের কোন উন্নতি হয়, উন্নতি হয়েছে যাকে ভোট দিয়েছেন তার। কিন্তু জামায়াতে ইসলামীর প্রত্যেক এমপি তাদের জনগণের জন্য কাজ করবেন। কারন এটা তাদের ঈমানী দায়িত্ব।
মতবিনিময় সভায় কৃষকদের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে উপস্থিত লোকেরা বাজারে সার সংকটের কথা বলেন। কৃষকরা অভিযোগ করেন এক হাজার টাকা দামেরবসার দুই হাজার টাকায় কিনতে হয়। তিনি তাৎক্ষণিক ভাবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারকে ফোন দিয়ে কথা বলে। শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাই তাকে নিশ্চিত করেন সরকারের কাছে সারের ঘাটতি নেই।
জাহিদুর রহমান তার দল নির্বাচিত হলে তিনি সিংগাইরকে স্যাটেলাইট শহরে রুপান্তরিত করার প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেন। একই সাথে সিংগাইরের রাস্তাটি চার লেন করার প্রতিশ্রুতিও পুনরায় ব্যক্ত করেন। তিনি মাদক এবং চাঁদাবাজি বন্ধ করতে তার ও দলের দৃঢ় অবস্থানের কথাও স্মরন করিয়ে দেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক