ইরানি বিজ্ঞানীদের হত্যা অভিযান পরিচালনায় মোসাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ
মার্কিন কংগ্রেসের ডিক্লাসিফাই করা নথিতে দেখা গেছে, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি জড়িত ছিল।
নথিতে বলা হয়, মাসউদ আলিমোহাম্মাদি, ফেরেইদুন আব্বাসি, দারিউশ রেজাইনেজাদ এবং মোস্তফা আহমাদি-রোশনকে টার্গেট করে পরিকল্পিত অভিযান চালানো হয়।
নিয়োগপ্রক্রিয়ায় দেখা যায়, “হাতজোমেট” ইউনিট ইরানি কিকবক্সার মাজিদ ফাশিকে দলে নেয়। তাকে মোসাদের তেল আবিব ক্যাম্পাসে প্রশিক্ষণ দেয়া হয়। তাকে দেওয়া হয় ডুয়াল অপারেটিং সিস্টেমযুক্ত একটি ল্যাপটপ, যার মাধ্যমে এনক্রিপটেড মেইলে যোগাযোগ হতো।
অভিযানে ব্যবহৃত হয় গোপন পদ্ধতি। তৈরি করা হয় তেহরানের রাস্তাগুলোর নিখুঁত স্কেল-মডেল। ব্যবহৃত হয় শক্তিশালী চৌম্বকীয় বোমা, যা দূর থেকে বিস্ফোরণ ঘটানো যেত। মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ঢোকা ও বেরিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। মোসাদের এজেন্টদের জন্য তেহরানের রাস্তাগুলোর নকল প্রশিক্ষণ কোর্সও তৈরি করা হয়। নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক