মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বলেছেন আমাদের দেশের কৃষকরাই হলো সবচেয়ে বড় বীর, সবচেয়ে সাহসী মানুষ।
তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা যখন করোনার ভয়ে ঘরে বসে ছিলাম, তখন এদেশের কৃষকরা তাদের কৃষি কাজ চালিয়ে গেছে। তারা যদি আমাদের মত ঘরে বসে থাকতো, আমরা চরম খাদ্য সংকটে পরতাম। তাই ন্যায্য মূল্যে সার এটা তাদের অধিকার, তাদের এই অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
জাহিদুর রহমান বলেন, ভারতের লোকেরা এক থেকে দেড় লাখ টাকায় মধ্যপ্রাচ্যে যায়। কিন্তু আমাদের দেশের লোকদের যেতে খরচ হয় চার থেকে পাঁচ লাখ টাকা। সেখানে গিয়ে তারা দক্ষতা না থাকার কারনে কম বেতনে কাজ করে। আমরা ক্ষমতায় গেলে তাদের দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠাবো আর বিদেশ যাবার খরচ তিন লাখের মধ্যে নিয়ে আসবো।
এলাকার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, কিছু কিছু উন্নয়ন এমনিতেই হবে। সরকারের প্রতি বছর যে উন্নয়ন বাজেট থাকে তাতে কিছু কাজ সব সরকারই করে। কিন্তু জামায়াতে ইসলামী সেই কাজগুলির ক্ষেত্রে দুর্নীতি রোধ করার মাধ্যমে কোয়ালিটি নিশ্চিত করবে। ফলে উন্নয়ন মূলক কাজের পরিমান অনেকে বেড়ে যাবে।
জাহিদুর রহমান জামায়াতে ইসলামীর আমীরের দেয়া প্রতিশ্রুতি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের প্রত্যেক এমপির কাজ হবে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক। দূর্নীতি দমনে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স। এমনকি আমাদের কোন এমপি সরকারি প্লট বা বিনা ট্যাক্সে গাড়ী কেনার সুবিধাও নিবে না।
হাটিপাড়ার পারুল্লা, রত্নদিয়া এবং ভাড়ারিয়ার পলাশী বাজারে আয়োজিত উঠান বৈঠকে মুহাম্মদ জাহিদ এই কথা বলেন। উঠান বৈঠকগুলিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক