অপর পৃষ্ঠা – উর্মি আক্তার
- 2 weeks ago,
অপর পৃষ্ঠায় লেখা থাক, আমার মৃত্যুর ডাক
ঘনিয়ে এসেছে সময় বোধহয় রয়েছে কিছু ফাঁক
অপর পৃষ্ঠায় লেখা থাক, আমার থেকে যাওয়া
হয়তো একদিন আচমকা ফিরবে পথের চাওয়া
অপর পৃষ্ঠায় লেখা থাক সেই বিকেলের গ্লানি
চিত্তে আমার ঝুলে থাকা পীড়িত অনূভুতি
অপর পৃষ্ঠায় লেখা থাক অনেক প্রসন্নতা
যেন অবশেষে তুমি ফিরে পাও নিরব শান্তনা
অপর পৃষ্ঠায় লেখা থাক তোমার মর্মপীড়া
যেন কথাগুলো খুঁজে পায় কভু নিরব দীর্ঘশ্বাস
অপর পৃষ্ঠায় লেখা থাক একটু ফেলে আসা
স্মৃতির ভাঁজে জমে থাকা কতশত মিথ্যা আশা
অপর পৃষ্ঠায় লিখে গেলাম, হারিয়ে যাওয়ার সময়
পৃষ্ঠা উল্টিয়ে পড়ে দেখো একদিন আমার রেখে
যাওয়া নিরব বিদায়বেলা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক