ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক দিনে ডেঙ্গু নিয়ে ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯৬৯ জনের; মারা গেছেন ৩৬৬ জন। সবচেয়ে বেশি ২২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এক দিনে শনাক্তদের মধ্যে ঢাকা মহানগরে ২৪৮ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, সিলেট বিভাগে ১৬ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৪৫ রোগী। এর মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৫৬৪ জন ও ঢাকা মহানগরে ভর্তি রোগী ৭৮১ জন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক