ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির এক বছর: সীমান্তে নতুন চ্যালেঞ্জ
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছর পরেও সীমান্ত পরিস্থিতি আবারও নাজুক হয়ে উঠেছে। নিরাপত্তা হুমকি কিছুটা কমলেও ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করার’ লক্ষ্য বাস্তবায়িত হয়নি।
রাজনৈতিক দুর্বলতা ও অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যের কারণে লেবানন সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহ এখনও লেবাননজুড়ে তাদের হেডকোয়ার্টার, অস্ত্রাগার, ভূগর্ভস্থ টানেল, প্রশিক্ষণ শিবিরসহ নানা অবকাঠামো ধরে রাখার চেষ্টা করছে।
গত এক বছরে ইসরায়েল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এ সময় ৩৭০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। মূলত ইসরাইলের এই হামলায় হিজবুল্লার পুনর্গঠন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, সদর দপ্তর ও অস্ত্রাগার ধ্বংস হয়েছে।
স্থল হামলার পর সেনা প্রত্যাহার সত্ত্বেও ইসরায়েল সীমান্তের বাইরে পাঁচটি অস্থায়ী পয়েন্ট ধরে রেখেছে, যা প্রায় দুই কিলোমিটার গভীর একটি নিরাপত্তা অঞ্চল তৈরি করেছে। এতে হিজবুল্লাহর অবকাঠামো পুনর্গঠন ও সীমান্তে যোদ্ধাদের চলাচল কঠোরভাবে সীমিত হয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক