1. Home
  2. বিশ্ব
  3. ত্রিমুখী সংকটে ইসরায়েল
ত্রিমুখী সংকটে ইসরায়েল

ত্রিমুখী সংকটে ইসরায়েল

0
  • 4 days ago,

ইরানের সঙ্গে সংঘাতের পাঁচ মাস পর ইসরায়েল এখন অভ্যন্তরীণ তিনটি বড় সংকটে পড়েছে—

১. পুনর্গঠন স্থবিরতা,

২. বিতর্কিত বাজেট কাটছাঁট

৩. ভয়াবহ মেধাপাচার।

এসব কাঠামোগত চ্যালেঞ্জ দেশটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

১. পুনর্গঠন কার্যক্রম স্থবির: সরকার ঘোষিত পুনর্গঠন পরিকল্পনার লক্ষ্য ছিল শতাধিক ধ্বংস হওয়া বাড়িঘর পুনর্নির্মাণ। কিন্তু ক্ষমতাসীন জোটের ভেতরে, বিশেষ করে অতি-অর্থডক্স দলগুলোর সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রকল্পগুলো অনুমোদনই পাচ্ছে না। হাইফার এক বাসিন্দা জানিয়েছেন, “পুনর্গঠন হচ্ছে না, বরং লুটপাট চলছে।”

ইতোমধ্যে ৫০ হাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের দাবি জমা দিয়েছেন। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১.৫৩ বিলিয়ন ডলার। কিন্তু সরকারি অচলাবস্থার কারণে পুনর্গঠন পুরোপুরি থেমে গেছে।

২. বাজেট কাটছাঁট নিয়ে তীব্র বিতর্ক: ইসরায়েলি পার্লামেন্টের সর্বশেষ অধিবেশনে তীব্র বিতর্ক দেখা দেয় মন্ত্রী মাই গোলানের প্রস্তাবকে কেন্দ্র করে।

তিনি ৯১৮ মিলিয়ন ডলার বরাদ্দকৃত একটি উন্নয়ন কর্মসূচি বাতিল করতে চান—যার লক্ষ্য ছিল ইসরায়েলে বসবাস করা ফিলিস্তিনি নাগরিকদের শিক্ষা, অবকাঠামো ও আবাসন খাতে বৈষম্য কমানো।

এর বিপরীতে বিরোধীরা এটিকে “সমতার অধিকারে আঘাত” এবং “প্রকাশ্য দিনের আলোর মতো চুরি” বলে আখ্যা দিয়েছে। এই বিতর্কের ফলে বাজেট পাস না হয়ে ছবির হয়ে আছে।

৩. মেধাপাচারের প্রবণতা আরও বৃদ্ধি: অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ইসরায়েলি দেশ ত্যাগ করেছে, যার বড় অংশই তরুণ ও উচ্চশিক্ষিত পেশাজীবী। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশ ছাড়ার তালিকায় রয়েছেন:

– ৯০০ চিকিৎসক

– ১৯,০০০-এর বেশি ডিগ্রিধারী পেশাজীবী

– ৮,০০০-এর বেশি প্রযুক্তি কর্মী

শুধু কর রাজস্ব হারিয়েই ইসরায়েলের ক্ষতি হয়েছে ৪৫৯ মিলিয়ন ডলার। ফলে একটি চক্র সৃষ্টি হয়েছে – এক সংকট সমাধান করতে গিয়ে আরেকটি সংকট আরও তীব্র হচ্ছে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদি সামাজিক সংহতি ও অর্থনৈতিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলেছে।

সোর্স: নিউ রুলস জিও (New Rules Geo)

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক