বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
সামুদ্রিক সতর্কবার্তা: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় (ডিটওয়াহ) দূর্বল হওয়ায় সকল সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ১ (এক) নম্বর, পুনঃ ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা): আজকের সূর্যোদয় ভোর ৬:২৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫:১১ মিনিটে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক