1. Home
  2. বিশ্ব
  3. ট্রাম্প–মাদুরো ফোনালাপ নিয়ে নতুন তথ্য
ট্রাম্প–মাদুরো ফোনালাপ নিয়ে নতুন তথ্য

ট্রাম্প–মাদুরো ফোনালাপ নিয়ে নতুন তথ্য

0
  • 3 days ago,

গত ২১ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে ফোনকলে ১৫ মিনিটের একটি কথোপকথন হয়।

এই ফোন কলে মাদুরোর দাবিগুলো ছিল:

১. তার বিরুদ্ধে সম্পূর্ণ আইনগত ক্ষমা (full amnesty)।

২. যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

৩. আইসিসি (ICC) তে চলমান মামলাটি বন্ধ করা।

৪. তার সরকারের ১০০-রও বেশি কর্মকর্তার ওপর থাকা নিষেধাজ্ঞা বাতিল।

৫. নতুন নির্বাচনের আগে উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে দেওয়া।

কিন্তু, ট্রাম্প এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন এবং মাদুরোকে এক সপ্তাহের মধ্যে পরিবারসহ ভেনেজুয়েলা ত্যাগ করতে বলেন। এই ডেডলাইন গত শুক্রবার ২৮ তারিখ শেষ হয়।

এরপর ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা এখন “সম্পূর্ণভাবে বন্ধ” বলে ধরে নিতে হবে। তারপরে আবার মাদুরো আরও একটি ফোনালাপের অনুরোধ করেছেন।

এদিকে ওয়াশিংটনের একটি সূত্র বলেছে—মাদুরোর “সমঝোতামূলক দেশত্যাগ” (negotiated exit) এখনো সম্ভব, তবে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে।

সোর্স: রয়টার্স

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক