২০২৫ সালের ৩০ ডিসেম্বর আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে প্রস্তুত ইসরায়েল
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের নতুন প্রজন্মের হাই-এনার্জি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম এর উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর এটি ইসরাইলি সেনাবাহিনীর কাছে প্রাথমিকভাবে অপারেশনাল সক্ষমতা নিয়ে হস্তান্তর করা হবে। এই প্রতিরক্ষা ব্যবস্থা ছোট রকেট, মর্টার, ড্রোন এবং স্বল্প-পাল্লার অন্যান্য আকাশীয় হুমকি ধ্বংস করতে সক্ষম।
প্রতিটি প্রতিরোধে খরচ হবে মাত্র ৩ ডলার, যেখানে প্রচলিত আয়রন ডোম ইন্টারসেপ্টরের ক্ষেত্রে একেকটি ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় ৫০ হাজার ডলার।
সিস্টেমটি তৈরি করেছে Rafael Advanced Defense Systems, এবং এটি যুক্ত হবে ইসরাইলের বহুমাত্রিক প্রতিরক্ষা নেটওয়ার্কে—যেখানে আগে থেকেই রয়েছে Iron Dome এবং David’s Sling।
আয়রন বিম যুক্ত হলে এই প্রতিরক্ষা স্তরটি প্রায় শতভাগ আকাশ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী ২০২৫ সালের শেষ নাগাদ এই প্রযুক্তিকে মাঠ পর্যায়ে মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করছে।
নিউজ টুডে বিডি /নিউজ ডেস্ক