1. Home
  2. বিশ্ব
  3. ইউক্রেনের দেয়া ক্রিসমাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া
ইউক্রেনের দেয়া ক্রিসমাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া

ইউক্রেনের দেয়া ক্রিসমাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া

0
  • 4 hours ago,

রাশিয়া ইউক্রেনের দেয়া ক্রিসমাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সাথে এর আগে দেয়া জ্বালানি খাতে অস্থায়ী যুদ্ধবিরতি ও নির্বাচনকালীন যুদ্ধবিরতির ধারণাগুলোকেও বাতিল করেছে মস্কো।

রাশিয়া অস্থায়ী বিরতি নয়, বরং নিজেদের শর্তে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চায়।

এটি মাত্র এক সপ্তাহের মধ্যে তৃতীয় যুদ্ধবিরতি প্রস্তাব, যা রাশিয়া প্রত্যাখ্যান করলো।

উল্লেখ্য, ২০২৩ সালে রাশিয়া নিজেই ক্রিসমাস যুদ্ধবিরতির প্রস্তাব দিলে পশ্চিমা দেশ ও ইউক্রেন তা উপহাস করেছে। অথচ এখন সেই পক্ষগুলিই আবার একই ধরনের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, যা রাশিয়ার মতে দ্বিচারিতা।

সূত্র: United24

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক