ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU ক্রিমিয়ার দখলকৃত বেলবেক বিমান ঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের ভাষ্যমতে, এতে রাশিয়ার শত শত মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
ইউক্রেনের দাবি অনুযায়ী, তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে:
১/ MiG-31 ইন্টারসেপ্টর যুদ্ধবিমান (পূর্ণ গোলাবারুদসহ), আনুমানিক ৩০–৫০ মিলিয়ন ডলার।
২/ দুটি Nebo-SVU দীর্ঘপাল্লার রাডার — প্রতিটি ৬০ থেকে ১০০ মিলিয়ন ডলার।
৩/ 92N6 ‘Grave Stone’ রাডার (S-400 সিস্টেমের অংশ) — ৩০ থেকে ৬০ মিলিয়ন ডলার।
৪/ Pantsir-S2 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা — ১২ থেকে ১৯ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, প্রকাশিত ভিডিও ফুটেজে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি আঘাতের দৃশ্য দেখা যায়। তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এখনো এসব দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।
সোর্স: Ukrainska Pravda
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক