কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত ও ব্যাপক ব্যবহার ভবিষ্যতে চাকরি বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যা শিল্প বিপ্লবের সময়কার কর্মসংস্থান সংকটের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর।
তিনি বলেন, এআই প্রযুক্তি অনেক পেশা ও কাজের ধরনকে অপ্রয়োজনীয় করে তুলতে পারে, ফলে বহু মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। বিশেষ করে নতুন প্রজন্ম ও তরুণরা, যারা এখন শ্রমবাজারে প্রবেশ করছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গভর্নরের মতে, অতীতে শিল্প বিপ্লবের সময় যেভাবে যন্ত্র মানুষের কাজ দখল করে নিয়েছিল, এআইও একইভাবে মানুষের পরিবর্তে কাজ করতে শুরু করছে। এর ফলে উৎপাদনশীলতা বাড়লেও সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি সরকার ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান, যাতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য প্রস্তুত করা হয়। অন্যথায়, এআই বিপ্লব কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক