1. Home
  2. বাংলাদেশ
  3. অপরাধ
  4. ওসমান বিন হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ
ওসমান বিন হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

ওসমান বিন হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

0
  • 4 hours ago,

বাংলাদেশে গত বছরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

সংস্থাটি বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র ভলকার তুর্ক (Türk) বলেন, শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা ও তার মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুতর এবং এর সত্য উদঘাটনে বিশ্বাসযোগ্য তদন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিশোধ ও পাল্টা হামলার পথ বেছে নিলে পরিস্থিতি আরও জটিল হবে এবং সমাজে বিভাজন বাড়বে।

শান্ত থাকা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ মনে করে, এই ঘটনার সঠিক তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং নাগরিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি গত বছর সংঘটিত গণআন্দোলনের একজন সুপরিচিত নেতা ছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক