1. Home
  2. বিশ্ব
  3. ইরান-ইসরাইল যুদ্ধ
  4. ইরানের ‘চতুর্থ প্রজন্মের’ পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েলের উদ্বেগ: তবে অগ্রগতি সীমিত
ইরানের ‘চতুর্থ প্রজন্মের’ পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েলের উদ্বেগ: তবে অগ্রগতি সীমিত

ইরানের ‘চতুর্থ প্রজন্মের’ পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েলের উদ্বেগ: তবে অগ্রগতি সীমিত

0
  • 4 hours ago,

ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, ১২ দিনের যুদ্ধের আগেই তারা এমন কিছু “ইঙ্গিত” পেয়েছিল, যা থেকে ধারণা করা হয়— ইরান একটি নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্রকে বলা হচ্ছে চতুর্থ প্রজন্মের (Fourth-generation) পারমাণবিক অস্ত্র, যা সম্পূর্ণভাবে ফিউশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা।

চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র এখনো তাত্ত্বিক পর্যায়েই রয়েছে এবং বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত এমন অস্ত্র তৈরি করতে পারেনি।

এ ধরনের অস্ত্রে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো ফিশনযোগ্য উপাদান ব্যবহার করা হয় না। বরং এতে ডিউটেরিয়াম-ট্রিটিয়াম হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর ধারণা রয়েছে।

এর ফলে তুলনামূলকভাবে কম তেজস্ক্রিয় বিকিরণ, সীমিত ধ্বংসক্ষমতা (প্রায় ১ থেকে ১০০ টন টিএনটি সমপরিমাণ) এবং আরও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করা হয়।

তবে একই প্রতিবেদনে ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের বরাতে বলা হয়েছে, এই চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ইরান খুব বেশি অগ্রগতি করতে পারেনি।

ইসরায়েলের মতে, এটি হয়তো ইরানের প্রচলিত পারমাণবিক কর্মসূচি থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল ছিল, অথবা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির গণবিধ্বংসী অস্ত্রবিরোধী ফতোয়া এড়ানোর একটি বিকল্প পথ হিসেবে বিবেচিত হতে পারে।

ইসরায়েলি বিশ্লেষকদের ধারণা, ইরান এই ধরনের অস্ত্রকে এমনভাবে উপস্থাপন করতে চাইছিল, যাতে বলা যায়— এগুলো ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটায় না। ফলে ধর্মীয় ও রাজনৈতিক সীমাবদ্ধতা পাশ কাটিয়ে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক