1. Home
  2. বিশ্ব
  3. আইসিসি বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ফ্রান্স
আইসিসি বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ফ্রান্স

আইসিসি বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ফ্রান্স

0
  • 4 hours ago,

মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বিচারকদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর জবাবে ফ্রান্স তীব্র নিন্দা  জানিয়েছে এবং বলেছে,  তারা আদালত ও বিচারকদের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও জবরদস্তিমূলক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।

মার্কিন নিষেধাজ্ঞায় লক্ষ্যবস্তু ছিলো,  বিচারক গোচা লর্ডকিপানিদজে (জর্জিয়া) এবং এরডেনেবালসুরেন দামদিন (মঙ্গোলিয়া)। এর আগেও ফরাসি বিচারক নিকোলা গুইলু-কেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিলো।

ফ্রান্সের ভাষ্যমতে, আইসিসি একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান। আর বিচারকদের কাজকে রাজনৈতিক চাপ দিয়ে বাধাগ্রস্ত করা হলে তা আন্তর্জাতিক আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। 

উল্লেখ্য, আইসিসি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করছে।  আর যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আইসিসির এখতিয়ারকে অস্বীকার করে আসছে। 

 সূত্র: France24

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক