1. Home
  2. বিশ্ব
  3. মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণ, শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণ, শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণ, শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত

0
  • 3 weeks ago,

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতের দিকে চালক গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। এতে রুশ সেনাবাহিনীর মেজর জেনারেল ফানিল সারভারভের নিহত হন।

বিস্ফোরণে চালক গুরুতর আহত হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটির নিচে আগে থেকেই একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) পুঁতে রাখা হয়েছিল।

নিহত মেজর জেনারেল ফানিল সারভারভের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান। তিনি চেচনিয়া, দক্ষিণ ওসেটিয়া, সিরিয়া ও ইউক্রেনে পরিচালিত একাধিক সামরিক অভিযানে অংশ নেওয়া একজন অভিজ্ঞ কর্মকর্তা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক