1. Home
  2. বিশ্ব
  3. জাপানে আবারও চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জাপানে আবারও চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাপানে আবারও চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

0
  • 3 weeks ago,

জাপান বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি- কারিওয়া পুনরায় চালুর জন্য অনুমোদন দিয়েছে। নিইগাতা প্রদেশের প্রাদেশিক পরিষদ গভর্নরের অনুমোদনের পক্ষে ভোট দেয়। এর ফলে বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর টেপকো (TEPCO) আবার কার্যক্রম শুরুর পথে এক বড় ধাপ এগিয়ে গেল।

এই বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর থেকে বন্ধ ছিল। প্রায় এক যুগেরও বেশি সময় পর এটি চালু হলে, তা হবে টেপকোর প্রথম পূর্ণাঙ্গ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রত্যাবর্তন।

কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা বিশ্বের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সর্বোচ্চ।

জাপান সরকার ও টেপকো মনে করছে, বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। তবে নিরাপত্তা ও ভূমিকম্প ঝুঁকি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও কড়া তদারকির মাধ্যমেই পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক