চীনের বাণিজ্যিক জাহাজে সামরিক অস্ত্র
- 2 weeks ago,
একটি চীনা কার্গো জাহাজের কনটেইনারের ভেতরে মিসাইল লঞ্চার, রাডার সিস্টেম এবং নিকটবর্তী প্রতিরক্ষা অস্ত্র বসানো হয়েছে। এটি চীনের একটি বড় কৌশলের অংশ। এই কৌশলে বাণিজ্যিক জাহাজকে ধীরে ধীরে সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে।
কৌশলের লক্ষ্য, বেসামরিক জাহাজ ও নৌবাহিনীর মধ্যে পার্থক্য কমানো, যাতে যুদ্ধের সময় দ্রুত মোতায়েন সম্ভব হয়।এর আগে তাইওয়ান প্রণালীরফেরি জাহাজকে সেনা পরিবহনে ব্যবহার করা হয়েছে।
এছাড়া মাছ ধরার নৌবহরকে গোয়েন্দা কার্যক্রমেও কাজে লাগানো হয়েছে। এখন কার্গো জাহাজে সরাসরি অস্ত্র বসানোয় বেসামরিক ও সামরিক জাহাজের পার্থক্য আরও অস্পষ্ট হয়ে যাচ্ছে।
এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে সংঘাতের সময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ এতে করে কোন জাহাজ বেসামরিক আর কোনটি সামরিক, তা চিহ্নিত করা কঠিন হয়ে যাবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক