বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ও জোট সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে যাচ্ছে। এ লক্ষ্যে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট।
জোট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে আট দলের শীর্ষ নেতারা আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। পাশাপাশি জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও নির্বাচনী অবস্থান নিয়েও বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের এই জোট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা মেরুকরণ দেখা যাচ্ছে। দলগুলোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তারা সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যেই নতুন করে আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে।
এর আগে নির্বাচনপূর্ব পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং ভোটের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল রাজপথে কর্মসূচি পালন করে আসছে।
বর্তমানে আট দলীয় জোটে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক