1. Home
  2. বিশ্ব
  3. ইউরোপ
  4. বেলারুশে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন
বেলারুশে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

বেলারুশে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

0
  • 2 weeks ago,

রাশিয়া বেলারুশের পূর্বাঞ্চলের একটি পরিত্যক্ত বিমানঘাঁটিতে ওরেশনিক ‘Oreshnik’ মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (IRBM) মোতায়েন শুরু করেছে।

এই ক্ষেপণাস্ত্র মোতায়েন সম্পন্ন হলে, ন্যাটোর সাথে প্রচলিত সংঘাত বা পারমাণবিক সংঘাতের ক্ষেত্রে ইউরোপজুড়ে দ্রুত হামলা চালানোর সক্ষমতা রাশিয়ার বহুগুণে বেড়ে যাবে।

বেলারুশের ভূখণ্ড ব্যবহার করায় রাশিয়ার কৌশলগত পরিসর আরও এগিয়ে যাবে।

এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জার্মানিতে স্থলভিত্তিক ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্রুত মোতায়েনের পরিকল্পনা করেছে।

এর মধ্যে রয়েছে মার্কিন সেনাবাহিনীর লং-রেঞ্জ হাইপারসনিক উইপন (LRHW), যা ‘ডার্ক ঈগল’ নামে পরিচিত। এটি হাইপারসনিক বুস্ট-গ্লাইড প্রযুক্তি ব্যবহার করে এবং ২০২৬ সালে জার্মানিতে মোতায়েনের কথা রয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক