উৎপাদন এবং বিনিয়োগ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের দিকে ঝুঁকে পড়ায় ইউরোপ তার ওষুধ শিল্প খাতের সক্ষমতা দ্রুত হারাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই পরিস্থিতির ফলে ইউরোপের ‘স্বাস্থ্য খাতের সার্বভৌমত্ব’ এখন হুমকির মুখে।
মূলত ২০০০-এর দশক থেকে উৎপাদন খরচ কমানোর চাপে কোম্পানিগুলো ইউরোপ ছেড়ে অন্য দেশে কারখানা স্থানান্তর শুরু করে, যা বর্তমানে ইউরোপে একটি ‘অদৃশ্য শিল্পায়ন বিরোধী’ ঢেউ তৈরি করেছে।
বর্তমানে ইউরোপে ব্যবহৃত ওষুধের অন্তত ৮০ শতাংশ সক্রিয় উপাদান ভারত এবং চীন থেকে আসে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের মতো জরুরি ওষুধের জন্য ইউরোপ এখন পুরোপুরি বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগ এবং চীনের শিল্পনীতির তুলনায় পিছিয়ে পড়া ইউরোপের এই পতন রোধে এখন একটি সমন্বিত এবং শক্তিশালী ইইউ পদক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক