গাজা ইস্যুতে তুরস্কের ভূমিকা কমাতে যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলের অনুরোধ
জেরুজালেম পোস্ট তার এক প্রতিবেদনে বলেছে, গাজা পরিস্থিতি নিয়ে প্রস্তাবিত ‘শান্তি পরিষদ’ দল থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে বাদ দিতে ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে ইসরাইল। এর মূল উদ্দেশ্য হলো গাজা উপত্যকায় তুরস্কের প্রভাব ও ভূমিকা সীমিত রাখা।
ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, তারা গাজায় তুর্কি সেনা মোতায়েন কিংবা পুনর্গঠন কার্যক্রমে তুরস্কের সম্পৃক্ততার বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, এতে করে আঙ্কারা গাজা উপত্যকায় রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তার করতে পারে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তুরস্ক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশংসা করেছেন। তিনি বলেন, তিনি এরদোয়ানকে বিশ্বাস করেন এবং তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখেন।
এখনো পর্যন্ত শান্তি পরিষদ (Board of Peace)–এর চূড়ান্ত কাঠামো ও সদস্য তালিকা নির্ধারণ করা হয়নি। ফলে তুরস্ক ও এরদোয়ানের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক