1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৪০
থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৪০

থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৪০

0
  • 1 week ago,

থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট শহর ক্র্যান্স-মন্টানার একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে সুইজারল্যান্ডের কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা নিশ্চিত করেননি।

স্থানীয় সময় বুধবার রাত প্রায় ১টা ৩০ মিনিটে নববর্ষ উদ্‌যাপনের মাঝেই আগুনের সূত্রপাত হয়। ওই সময় বারটিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল, যাদের মধ্যে কিশোর-কিশোরী ও তরুণদের সংখ্যাই বেশি ছিল। নববর্ষ উপলক্ষে আয়োজন করা পার্টিতে ভিড় ছিল উপচে পড়া, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো ভবন ধোঁয়া ও আগুনে ঢেকে যায়।

দুর্ঘটনার পরপরই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঘটনাস্থলে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও দেশের বিভিন্ন শহরের বিশেষায়িত বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে। একের পর এক হেলিকপ্টার অবতরণ করে আহতদের স্থানান্তর করছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলছে।

সুইস পুলিশ ও দমকল বাহিনী জানায়, প্রাথমিক তদন্তে এটি কোনো হামলা বা সন্ত্রাসী কার্যক্রম বলে মনে করা হচ্ছে না। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে। তবে কীভাবে এবং কোথা থেকে আগুন ছড়িয়েছে, তা জানতে তদন্ত চলছে।

নতুন বছরের আনন্দের মধ্যেই ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো সুইজারল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ