দেশের সাত জেলায় আজ শুক্রবার বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো গোপালগঞ্জ, যশোর, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। গতকাল বৃহস্পতিবার অবশ্য ১৬ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। সে তুলনায় আজ শৈত্যপ্রবাহের এলাকা কমেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী রোববার থেকে তাপমাত্রা আরও কমা শুরু করতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৮ ডিগ্রি সেলসিয়াস।
যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা যে যশোরে, সেখানে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বেলা ১১টার দিকে শহরের জামরুলতলা মোড়ে গিয়ে দেখা গেল মোটরসাইকেলে যাত্রী বহনকারী কয়েকজনকে। তাদের সাথে কথা বলে জানা গেছে তীব্র ঠান্ডার কারনে লোকজন ঘর থেকে বেরই হতে চায় না। আর যারা নিতান্ত প্রয়োজনে বের হয় তারা কেউ মটরসাইকেলে উঠতে চায় না। ফলে তাদের রোজগার অর্ধেক নেমেছে।
শুধু মোটরসাইকেল চালক নন, যাত্রী পরিবহন পেশায় জড়িত প্রায় সবার একই অবস্থা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক