ভেনেজুয়েলা নিয়ে চাপের কৌশল অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, সামরিক হামলার হুমকি বজায় রেখে ভেনেজুয়েলার সাবেক নেতার (মাদুরো) ঘনিষ্ঠ মহলকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করানো সম্ভব।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে আড়ালে সহযোগিতার পথ খুঁজছে। মার্কিন কর্মকর্তারা তাকে একজন বাস্তববাদী টেকনোক্র্যাট হিসেবে দেখছেন, যিনি প্রকাশ্যে বিরোধিতা করলেও রাজনৈতিক পরিবর্তন ও তেল খাত সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারেন।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ভেনেজুয়েলার উপকূলে বড় আকারের সামরিক উপস্থিতি বজায় রাখা এবং নতুন বিমান হামলা, কিংবা চূড়ান্তভাবে মার্কিন সেনা মোতায়েনের হুমকি অব্যাহত রাখলে সহযোগিতা আদায় করা সম্ভব।
ট্রাম্পের উপদেষ্টারা মনে করছেন, বর্তমান ক্ষমতাকাঠামোর ভেতরের নেতৃত্বকে নিজেদের পক্ষে টেনে নেওয়াই ভেনেজুয়েলাকে স্থিতিশীল করার সবচেয়ে বাস্তবসম্মত উপায়। এতে করে মার্কিন তেল বিনিয়োগের পথ খুলবে এবং ধাপে ধাপে একটি রাজনৈতিক রূপান্তরের দিকে এগোনো যাবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক