1. Home
  2. বিশ্ব
  3. ইরান–ইসরাইল উত্তেজনা ঠেকাতে পুতিনের শরণাপন্ন নেতানিয়াহু
ইরান–ইসরাইল উত্তেজনা ঠেকাতে পুতিনের শরণাপন্ন নেতানিয়াহু

ইরান–ইসরাইল উত্তেজনা ঠেকাতে পুতিনের শরণাপন্ন নেতানিয়াহু

0
  • 3 days ago,

ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনা এড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম KAN News–এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু পুতিনকে অনুরোধ করেছেন যেন তিনি তেহরানের কাছে এই বার্তা পৌঁছে দেন যে, ইসরাইল ইরানের ওপর কোনো হামলা চালাতে চায় না।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের আশঙ্কা ছিল—তেহরান আগাম হামলা চালাতে পারে। সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে সরাসরি ফোনালাপসহ একাধিক মাধ্যমে এই ‘শান্ত বার্তা’ আদান–প্রদান হয়েছে।

এই তথ্যের সঙ্গে মিল পাওয়া যায় আমওয়াজ মিডিয়া (Amwaj Media)–র কয়েক দিন আগের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, উত্তেজনা নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরান ও ইসরাইলের মধ্যে একটি “মিউচুয়াল ফ্রেন্ড” বা মধ্যস্থতাকারীর মাধ্যমে গোপন ও পরোক্ষ বার্তা আদান–প্রদান হয়েছে। তবে এর উদ্দেশ্য কোনো চুক্তি নয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

আমওয়াজ মিডিয়ার প্রতিবেদনে একাধিক আঞ্চলিক ও ইরানি সূত্রের বরাতে বলা হয়, এই মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন রাশিয়া এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরাইল ইঙ্গিত দেয় যে তারা নতুন করে হামলা চালাতে চায় না। অপরদিকে ইরান জানায়, তারা শর্তসাপেক্ষ ও বাধ্যতামূলক নয়—এমন অবস্থানে থেকে “নতুন কোনো হামলা না করার” কথা বিবেচনা করতে পারে। তবে তারা ইসরাইলকে স্বীকৃতি দেয়নি এবং কোনো কাঠামোগত আলোচনায়ও যায়নি।

আমওয়াজ স্পষ্ট করে জানায়, এটি কোনো যুদ্ধবিরতি নয়, কোনো নিশ্চয়তা নেই এবং ইরান–ইসরাইলের মধ্যে সরাসরি যোগাযোগও হয়নি। পুরো প্রক্রিয়াটিকে তারা সীমিত পরিসরের সংকট ব্যবস্থাপনা (crisis management) হিসেবে বর্ণনা করেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট পুতিন নিজেও গত অক্টোবর মাসে প্রকাশ্যে স্বীকার করেন যে, ইসরাইল রাশিয়ার মাধ্যমে এই বার্তা পাঠাতে চেয়েছিল—তারা “কোনো ধরনের সংঘাত চায় না”।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক