রাশিয়ার তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার অনুমোদন দিলেন ট্রাম্প
- 3 days ago,
মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিলের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলটি গ্রাহাম দীর্ঘ কয়েক মাস ধরে একাধিক সিনেটরের সঙ্গে কাজ করে প্রস্তুত করেছেন।
গ্রাহাম বলেন, এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন, যারা কম দামে রাশিয়ার তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে অর্থ জোগাচ্ছে।
বিলে প্রেসিডেন্টকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা যায়। যেন তারা রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করতে বাধ্য হয়।
সিনেটর গ্রাহাম আশা প্রকাশ করেন, এই বিলটি খুব শিগগিরই শক্তিশালী সমর্থনে পাস হবে, সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই ভোট অনুষ্ঠিত হতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক