1. Home
  2. প্রযুক্তি
  3. চ্যাটজিপিটিকে নিয়ে ওপেনএআই এর নতুন পরিকল্পনা, দেখানো হতে পারে বিজ্ঞাপন
চ্যাটজিপিটিকে নিয়ে ওপেনএআই এর নতুন পরিকল্পনা, দেখানো হতে পারে বিজ্ঞাপন

চ্যাটজিপিটিকে নিয়ে ওপেনএআই এর নতুন পরিকল্পনা, দেখানো হতে পারে বিজ্ঞাপন

0
  • 2 days ago,

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটানো চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের সেবায় বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। গুগল ও মেটার মতো বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করলেও এখন পর্যন্ত চ্যাটজিপিটিকে লাভজনক অবস্থানে নিতে পারেনি প্রতিষ্ঠানটি।

দিন দিন এআই চ্যাটবটের পরিচালনা ব্যয় আকাশচুম্বী হতে থাকায় বিকল্প আয়ের উৎস হিসেবে প্রম্পটের উত্তরে বিজ্ঞাপন প্রদর্শনের এই নতুন চিন্তা করা হচ্ছে। রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই ইতিমধ্যে বিজ্ঞাপন উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি ও কাঠামোর নমুনা নিয়ে কাজ শুরু করেছে।

নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে ওপেনএআইয়ের কর্মীরা চ্যাটজিপিটির সাইডবারে কয়েকটি বিজ্ঞাপন কাঠামোর প্রাথমিক পরীক্ষাও চালিয়েছেন। ভবিষ্যতে যদি কোনো ব্যবহারকারী চ্যাটজিপিটির কাছে কোনো পণ্য কেনার পরামর্শ চান বা নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য জানতে চান, তবে চ্যাটবটের উত্তরের সঙ্গেই সংশ্লিষ্ট কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শিত হতে পারে।

যদিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এখন পর্যন্ত প্রকাশ্যে বিজ্ঞাপন দেখানোর বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি, কিন্তু প্রতিদিন ব্যবহারকারীদের সঙ্গে বিস্তারিত কথোপকথনের মাধ্যমে জমা হওয়া বিপুল তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে ওপেনএআই এই ব্যবসায় নামলে তা আমাজন, গুগল ও মেটার দীর্ঘদিনের আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

তবে চ্যাটজিপিটিতে ঠিক কবে থেকে এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। তাই ওপেনএআইয়ের এই নতুন ব্যবসায়িক মডেল কার্যকর হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক