ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার বিকল্প বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন
নিউইয়র্ক টাইমসের (NYT) বরাতে জানা গেছে, ইরানে চলমান বিক্ষোভ দমনকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ট্রাম্প বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন। আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে—ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত হামলা, এমনকি তেহরানের কিছু বেসামরিক স্থাপনাও সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমন হামলা চালানো হলে তা ইরানি সরকারের পক্ষে জনসমর্থন আরো বাড়বে এবং মার্কিন স্বার্থ বা সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে সামরিক কমান্ডাররা জানিয়েছেন, সামরিক হামলা চালানো হলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুত করতে আরও সময় প্রয়োজন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক