নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতা জুয়েল আরমান রবিবার ফতুল্লায় আয়োজিত এক দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জনগণকে আগামী জুলাই সনদের গণভোটে ‘না’ ভোট দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’ পরাজিত হবে।
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জুয়েল আরমান সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। তিনি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। বক্তব্যের শুরুতে মনির হোসাইন কাসেমীর পক্ষে ভোট চাইতে বলেন জুয়েল আরমান।
তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য থাকা উচিত “না” ভোট যদি জয়ী হয়, সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নাম’ সংরক্ষিত থাকবে। কিন্তু ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে এটি পরাজিত হবে। ফতুল্লা-৪ আসনের ভোটাররা এ বিষয়টি লক্ষ করে ভোট প্রদান করবেন এবং সবাই ‘না’ ভোটে অংশ নেবেন।’
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক