1. Home
  2. বিশ্ব
  3. গাজা সংকট সমাধানে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু
গাজা সংকট সমাধানে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু

গাজা সংকট সমাধানে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু

0
  • 2 weeks ago,

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংঘাত অবসান পরিকল্পনার “ফেজ টু” বা দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এই ধাপে আগের মতো যুদ্ধবিরতির ওপর জোর না দিয়ে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে গাজার নিরাপত্তা ও শাসন কাঠামো পুনর্গঠনে।

পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, বিশেষ করে হামাসকে লক্ষ্য করে পদক্ষেপ, অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি প্রশাসন গঠনের কথা বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (NCAG)। এই প্রশাসন গাজার দৈনন্দিন শাসন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে।

পরিকল্পনার আরেকটি বড় দিক হলো বিস্তৃত পুনর্গঠন উদ্যোগ, যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজার অবকাঠামো, সেবা খাত ও অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধাপের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে গাজায় স্থিতিশীলতা আনা এবং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা কমিয়ে আনা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক