গুরুত্বপূর্ণ খনিজে চীন নির্ভরতা কমাতে বৈঠক ডাকছে যুক্তরাষ্ট্র
গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে চীনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ৪ ফেব্রুয়ারি বহু মিত্র দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। ব্লুমবার্গ–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে মার্কো রুবিওর। আলোচনার মূল লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করা ও আরও শক্তিশালী করা, যাতে একক কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা না থাকে।
এদিকে, নিরাপদ ও স্থিতিশীল খনিজ সরবরাহ চেইন গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য রাষ্ট্রকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) সই করার জন্যও উৎসাহিত করছে।
ওয়াশিংটনের এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক খনিজ সরবরাহ ব্যবস্থায় চীনের প্রভাব কমানো এবং দীর্ঘমেয়াদে কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক