জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের সামনে লক্ষ্য ১৮২ রান। এই রান তাড়া করতে নেমে একাই লড়াই করলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি ৩০ বলে অপরাজিত ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবুও ঢাকাকে জেতাতে পারলেন না এই অলরাউন্ডার। ১১ রানের জয় পায় রংপুর রাইডার্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে লিটন দাসের দল। আর বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকার।
শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। দুই ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দলটি। ১২৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
দুর্দান্ত ব্যাটিং রংপুরের দুই ওপেনারই করেন হাফ সেঞ্চুরি। মালান ৪৯ বলে ৭৮ রান করে আউট হন। ৮ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৬২ রান করে সাজঘরে ফিরে যান হৃদয়। এছাড়া কাইল মায়ার্স করেন ১৬ বলে ২৪ রান। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা। সেখান থেকে ঢাকাকে লড়াইয়ে ফিরিয়ে আনেন সাইফুদ্দিন। ৩ চার ও ৫ ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবুও শেষ রক্ষা হয়নি, হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
৯ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে। তবে শেষ চারে খেলার সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো রংপুর।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক