1. Home
  2. বিশ্ব
  3. কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান বাড়ালে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিলো যুক্তরাষ্ট্র
কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান বাড়ালে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিলো যুক্তরাষ্ট্র

কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান বাড়ালে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি দিলো যুক্তরাষ্ট্র

0
  • 2 weeks ago,

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, সিরিয়া সরকার তুরস্কের সমর্থনে উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন SDF নিয়ন্ত্রিত অঞ্চলে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমন অভিযান শুরু হলে সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের সঙ্গে সিরীয় ও তুর্কি বাহিনীর সরাসরি মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারকে সতর্ক করেছে— সিরিয়ার সেনাবাহিনী ইউফ্রেটিস নদী অতিক্রম করে SDF অঞ্চলে প্রবেশ করলে পুনরায় কঠোর ‘সিজার অ্যাক্ট’ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, তুরস্ক ইতোমধ্যেই দামেস্ককে সবুজ সংকেত দিয়েছে, এবং সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা SDF নিয়ন্ত্রিত অঞ্চলে অভিযানের অনুমোদন দিয়েছেন।

পরিস্থিতি সামরিক সংঘাতে না গড়ানোর লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সরাসরি আল-শারার সঙ্গে কথা বলছেন, যাতে এই বিরোধ কূটনৈতিকভাবে সমাধান করা যায়।

ওয়াশিংটনের মতে, সামরিক পথের পরিবর্তে রাজনৈতিক সমাধানই সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র উপায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক