বিশ্বকাপে বাংলাদেশ না খেললে খেলা নিয়ে পাকিস্তানও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, ভারতে খেলবে না আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত।
কিন্তু সীমান্ত নিয়ে দুই দেশের সমস্যা থাকায় ভারতে খেলতে যাবে না পাকিস্তান। যে কারণে বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলো হবে শ্রীলংকায়। সূচি অনুসারে বাংলাদেশ দলেরও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার কথা ছিল।
সম্প্রতি নিরাপত্তা শঙ্কার কথা বলে আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখে বিক্রি হওয়া কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আসর থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ভারত যদি আইপিএলে বাংলাদেশ দলের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে। ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ দল ভারতে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেয় আইসিসিকে।
ভেন্যু সমস্যার সমাধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝাতে ইতোমধ্যে আইসিসি প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবির কর্তাব্যক্তিদের সাথে। কিন্তু বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে রাজি নয়।
এই সংকটের মাঝে এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। সেই সাথে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট।
অন্যদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া এই জটিলতায় আয়ারল্যান্ড তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে। ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট। আয়ারল্যান্ড এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।’
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক