গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা শুল্ক দিচ্ছে ইউরোপ, গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে মার্কিন জনগণ
গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউ প্রায় ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে। পাশাপাশি, ইউরোপের বাজারে কিছু মার্কিন কোম্পানির প্রবেশাধিকার সীমিত করার বিকল্প ব্যবস্থাও বিবেচনায় আছে।
এই পদক্ষেপগুলো মূলত আলোচনায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে নেওয়া হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ডাভোসে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেই ইইউ এই চাপ তৈরি করতে চায়।
ইইউ কর্মকর্তাদের মতে, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়ে উদ্বেগ তৈরি করেছে, আর তাই প্রয়োজন হলে অর্থনৈতিক প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত।
অন্যদিকে একটি জনমত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে মার্কিন জনগণের মধ্যে স্পষ্ট বিরোধিতা ফুটে উঠেছে।
জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের ৩০ শতাংশ মনে করেন, প্রয়োজনে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা যেতে পারে। তবে একই দলের ৭০ শতাংশ ভোটার এই ধারণার বিরোধিতা করেছেন। আর ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে মাত্র ৩ শতাংশ সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন, আর ৯৭ শতাংশ ভোটার স্পষ্টভাবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এই জরিপ ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ভাবনা রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত এবং দেশটির ভেতরেই এ বিষয়ে শক্ত সমর্থন নেই।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক