1. Home
  2. বিশ্ব
  3. ২০২৬ সালের শুরুতেই রাশিয়ায় ভয়াবহ মূল্যস্ফীতি
২০২৬ সালের শুরুতেই রাশিয়ায় ভয়াবহ মূল্যস্ফীতি

২০২৬ সালের শুরুতেই রাশিয়ায় ভয়াবহ মূল্যস্ফীতি

0
  • 1 week ago,

২০২৬ সালের শুরুতেই রাশিয়ায় ভোক্তা মূল্যস্ফীতিতে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। ‘দ্যা গ্লোবাল আই’ তার এক প্রতিবেদনে দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট (Rosstat) উদ্ধৃত করে জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি ২০২৬, এই সময়ের মধ্যে ভোক্তা মূল্য ১.২৬ শতাংশ বেড়েছে।

এই হার ২০২৫ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর একই সময়ে মূল্যস্ফীতি ছিল মাত্র ০.৬২ শতাংশ। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম ১২ দিনের মূল্যবৃদ্ধি ইতোমধ্যেই ২০২৫ সালের জানুয়ারি মাসজুড়ে হওয়া মোট বৃদ্ধি (প্রায় ১.২৩ শতাংশ) কেও ছাড়িয়ে গেছে।

এই হঠাৎ মূল্যস্ফীতির প্রধান কারণ হলো ১ জানুয়ারি ২০২৬ থেকে ভ্যাট হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করা। এর পাশাপাশি মৌসুমি প্রভাবের কারণে খাদ্যপণ্যের দাম, বিশেষ করে সবজি, জ্বালানি ও বিভিন্ন সেবার খরচও বেড়েছে।

সব মিলিয়ে বছরের শুরুতেই এমন উচ্চ মূল্যস্ফীতি রাশিয়ার অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক