ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের অস্ত্র শিল্পে বাড়ছে বৈশ্বিক আগ্রহ
- 1 week ago,
পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য আগ্রহ বেড়েছে। কারণ, গত বছর ভারতের সঙ্গে সংঘর্ষের সময় পাকিস্তানের জেট বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে “যুদ্ধপরীক্ষিত (combat tested)” হিসেবে চিহ্নিত করা হয়।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিজ্ঞতার পর দেশটি বর্তমানে ১৩টি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানি নিয়ে আলোচনা করছে, যার মধ্যে কয়েকটির সঙ্গে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে।
আলোচনার আওতায় রয়েছে JF-17 যুদ্ধবিমান, বিভিন্ন ধরনের ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
কর্মকর্তাদের মতে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং পশ্চিমা অস্ত্রের তুলনায় কম দামের বিকল্প — এই দুই কারণেই পাকিস্তানি অস্ত্রের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক