ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ন্যাটোর বিভিন্ন পরামর্শক গ্রুপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তের আওতায় প্রায় ২০০ জন মার্কিন সেনা সদস্যকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। মূলত ন্যাটোর অধীনে থাকা ৩০টি সেন্টার অফ এক্সিলেন্স (Centers of Excellence) থেকে এই জনবল হ্রাস করা হবে। এতে যেসব কর্মকর্তা বা কর্মীর দায়িত্বকাল শেষ হবে, তাদের স্থলে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হবে না।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে পুরোপুরি সরে যাচ্ছে না। আর এই পরিকল্পনা কয়েক মাস ধরেই পর্যালোচনাধীন ছিল এবং এটি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত হুমকির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।
তারা আরও জানান, ইউরোপে সামগ্রিকভাবে মার্কিন সামরিক উপস্থিতি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য, অন্যকিছু নয়।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক