রাফাহ সীমান্ত খুলতে সম্মত হলো ইসরায়েল
- 3 days ago,
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার পর ইসরায়েল মিসর ও গাজা উপত্যকার মধ্যকার রাফাহ সীমান্ত পারাপার পথটি পুনরায় খুলতে সম্মত হয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, পদচারী চলাচলের জন্য সীমান্তটি চলতি সপ্তাহেই খুলে দেওয়া হতে পারে। তবে এর সঙ্গে কিছু শর্ত যুক্ত রয়েছে।
প্রধান শর্তগুলো হলো প্রথমত, গাজায় নিহত অবস্থায় আটক থাকা শেষ ইসরায়েলি সেনা মাস্টার সার্জেন্ট রান গিভিলির সন্ধানে হামাসকে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত, ওই সেনার মরদেহ উদ্ধারে ইসরায়েলি বাহিনী সব সম্ভাব্য পদক্ষেপ সম্পন্ন করবে।
ইসরায়েল জানায়, এই শর্ত পূরণ সাপেক্ষেই রাফাহ সীমান্ত পুনরায় চালু করা হবে। সীমান্তটি খুললে গাজা ও মিসরের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত আংশিকভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক