1. Home
  2. রাজনীতি
  3. নারীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের নারী সমাবেশের ঘোষণা
নারীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের নারী সমাবেশের ঘোষণা

নারীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের নারী সমাবেশের ঘোষণা

0
  • 2 days ago,

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ ঘোষণা দেন।

ডা.তাহের বলেন, জামায়াতে ইসলামীর অন্য সব দলের চেয়ে নারী কর্মী বেশি। সারাদেশে আমাদের নারীরা একটিভ। ভোটও বেশি পাব। এজন্য আক্রমণ, ভীত করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন, তারা এখন নারীদের উপর আক্রমণ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে। জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণত খারাপ হবে।

তিনি জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের ওপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে।তারা বুঝেতে পেরেছে জিততে পারবেনা, এজন্য দখল করার পরিকল্পনা নিয়েছে। 

১৪’, ১৮’, ২৪’ এর মতো অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে আবার আন্দোলন হবে উল্লেখ করে ডা. তাহের বলেন, ডিসি, এসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছে। ইসি কিছু করছেনা, তারা জেনেশুনে হয়তো একদিকে হেলে পড়েছে।
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি নারী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে সকাল ১০ টায়।  হামলা বন্ধ না হলে মহিলা ও ১১ দল আরও কর্মসূচি দিতে বাধ্য হবো।

মিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক