1. Home
  2. বিশ্ব
  3. ইরানে হামলা হলে শাহাদাতি অভিযানের হুমকি কাতায়েবিদের
ইরানে হামলা হলে শাহাদাতি অভিযানের হুমকি কাতায়েবিদের

ইরানে হামলা হলে শাহাদাতি অভিযানের হুমকি কাতায়েবিদের

0
  • 18 hours ago,

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শত শত সদস্য তাদের ‘শাহাদাতি অভিযানে’ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে Middle East Spectator (MES)।

গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যেকোনো মূল্যে  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়িকে রক্ষা করবে। কাতায়েব হিজবুল্লাহ ইরাকের সবচেয়ে পুরোনো ও বড় শিয়া সশস্ত্র বাহিনীগুলোর একটি।

উল্লেখ্য, এখানে ‘শাহাদাতি অভিযান’ বলতে সাধারণত সরাসরি আত্মঘাতী বোমা হামলাকে বোঝানো হয় না। বরং এসব অভিযানে এমন অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক মিশন অন্তর্ভুক্ত থাকে, যেখানে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম।

উদাহরণ হিসেবে বলা যায়, ছোট একটি যোদ্ধা দল মার্কিন সামরিক ঘাঁটিতে গ্রেনেড ও মর্টার হামলার পর সরাসরি আক্রমণে যেতে পারে, যেখানে অংশগ্রহণকারীরা শুরু থেকেই নিহত হওয়ার আশঙ্কা নিয়ে এগিয়ে যায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক