
ICC-এর চার বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইসরায়েলের বিরুদ্ধে কাজ করায় ICC-এর চার বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে:
কিম্বারলি প্রোস্ট (কানাডা)
নিকোলাস গুইলো (ফ্রান্স)
নাজহাত শামিম খান (ফিজি)
মাম ম্যান্ডিয়া নিয়াং (সেনেগাল)
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর দাবি,
এই বিচারকগন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে তাদের সম্মতি ছাড়াই তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।
তিনি আরো বলেন,
ওয়াশিংটন ICC-এর কার্যক্রমকে “রাজনৈতিকভাবে প্রভাবিত, ক্ষমতার অপব্যবহার এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” হিসেবে দেখে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক