ভালোবাসা দিবস মানে শুধুই হাসি-আনন্দ নয়, কখনো কখনো তা বয়ে আনে দুঃখের করুণ সুরও। এবারের ভালোবাসা দিবসে দর্শকদের হৃদয়ে অনুরণ তুলতে আসছে ব্যতিক্রমী নাটক ‘সরি কামরুল’। মাই সাউন্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে। গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের নাম ‘মাহিম’, যে একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, ঘটনাচক্রে জানতে বিস্তারিত...