1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. আল-আকসা মসজিদে একটি নতুন সুড়ঙ্গ নির্মাণ করছে ইসরায়েল
আল-আকসা মসজিদে একটি নতুন সুড়ঙ্গ নির্মাণ করছে ইসরায়েল

আল-আকসা মসজিদে একটি নতুন সুড়ঙ্গ নির্মাণ করছে ইসরায়েল

0
  • 2 days ago,

ইসরায়েল আল-আকসা মসজিদে একটি নতুন সুড়ঙ্গ (টানেল) নির্মাণের কাজ হাতে নিয়েছে।

টানেলটির উদ্দেশ্য হলো দখলদার বসতকারীদের আল-আকসায় প্রবেশ সহজ করা, যানবাহনের প্রবেশের পথ তৈরি করা এবং ইসরায়েলি বর্ণনাকে শক্তিশালী করা।

দখলদাররা দ্রুত সময়ের মধ্যে জেরুজালেমের পরিচয় পরিবর্তনের চেষ্টা করছে এবং খননের সময় যেসব প্রাচীন নিদর্শন পাওয়া যাচ্ছে, সেগুলোকে ইসরায়েলি বর্ণনার কাজে লাগানোর পরিকল্পনা করছে।

তারা খোলা আকাশের নিচে বাইবেলভিত্তিক জাদুঘর গড়ারও পরিকল্পনা করছে।

এই টানেল নির্মাণের কারণে ভূপৃষ্ঠে ফাটল দেখা দিয়েছে, যা ফিলিস্তিনি নাগরিকদের ভবন ও সম্পত্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করেছেন জেরুজালেম বিষয়ক বিশেষজ্ঞ ও আল-আকসা বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফাখরি আবু দিয়াব।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক