1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. বিপিএলে ১১ দলের আবেদন, নাম ঠিক করে দেবে বিসিবি
বিপিএলে ১১ দলের আবেদন, নাম ঠিক করে দেবে বিসিবি

বিপিএলে ১১ দলের আবেদন, নাম ঠিক করে দেবে বিসিবি

0
  • 8 hours ago,

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে ১১ প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পেয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা নিরসনে বোর্ড এবার কঠোর অবস্থানে যাচ্ছে। পাশাপাশি  বিসিবি দলগুলোর নামও ঠিক করে দেবে, যা কোনো ফ্র্যাঞ্চাইজি ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার আবেদন জমা দেওয়ার শেষ দিন। শেষ পর্যন্ত ১১ প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘১১টা ইওআই আমরা পেয়েছি। আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেগুলো অনুসরণ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা ৩০ তারিখে তাদের সাক্ষাৎকারের জন্য ডাকব।’

বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চাইব। সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে, নইলে দুই কোটি টাকা বাজেয়াপ্ত হবে। আর্থিকভাবে তারা কতটা সক্ষম, সেটা আমরা অডিট টিমের মাধ্যমে ব্যাংক থেকে যাচাই করব। খেলোয়াড়দের পারিশ্রমিক ও বোর্ডের সুনাম রক্ষার্থে আমরা এবার খুব সতর্ক থাকব।’

তিনি আরও জানান, অনেকে ভিন্ন ভিন্ন নামে দল চেয়েছে। কিন্তু দলের নাম এবার বোর্ডই ঠিক করবে এবং তা ট্রেডমার্ক করা হবে। ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি নিজের ইচ্ছেমতো দলের নাম পরিবর্তন করতে পারবে না। নির্ধারিত নামেই তাদের দল নিতে হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক